আপডেট : ১২ February ২০২২
দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মোহনপুর ব্রিজের পূর্বপাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার উত্তরাইল গ্রামের মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিম উদ্দিনের ছেলে জলিল উদ্দিন (৫০)। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ বলেন, ভোরে ঢাকা থেকে দিনাজপুরগামী হানিফ পরিবহনের একটি বাস মোহনপুর ব্রিজের সামনে আসলেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ২ জন মারা যান। এছাড়া প্রায় ১২ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১