বাংলাদেশের খবর

আপডেট : ১০ February ২০২২

মান্দায় ভটভটির ধাক্কায় সাইকেল আরোহী নিহত


নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় বাবুল হোসেন (৪৮) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নীলকুঠি মোড় নামক স্থানে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল হোসেন উপজেলার প্রসাদপুর ইউনিয়নের মটগাড়ী গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুল হোসেন পেশায় একজন ইটভাটা শ্রমিক। সকালে সাইকেলে করে কাজের উদ্দেশ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়ক ধরে যাচ্ছিলেন। তিনি উপজেলার নীলকুঠি মোড়ে পৌঁছানোর পর অসতর্কতাবশত রাস্তা পার হতে গিয়ে নওগাঁগামী একটি চলন্ত ভটভটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। মান্দা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে আহতাবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১