বাংলাদেশের খবর

আপডেট : ০৮ February ২০২২

বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১


রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন। তার নাম হাবিবুল্লাহ (২৫)।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে বাড্ডা বৌদ্ধমন্দিরের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল আলম জানান, আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত হাবিবুল্লাহর শ্যালক রাব্বি হাসান জানান, গত রাতে তিনি বাসা থেকে বের হন। সকালে তার দুর্ঘটনার খবর পেয়েছি। কিন্তু কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানি না।

রাব্বি হাসান আরও জানান, তাদের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার খাবাসপুরে। তিনি পরিবার নিয়ে মধ্য বাড্ডা ইউসেফ স্কুল সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১