বাংলাদেশের খবর

আপডেট : ০৬ February ২০২২

ট্রাফিক পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতে

গোপালগঞ্জে শুরু হয়েছে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার


ট্রাফিক পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে আজ রোববার থেকে গোপালগঞ্জে শুরু হয়েছে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মোড়ে ট্রাফিক সদস্যদের বুকে ক্যামেরা লাগিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, এএসপি(সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে পুলিশ সুপার বলেন, এতদিন ট্রাফিক পুলিশের অনেক সমস্যা ছিল। এখন থেকে সব কিছুই ক্যামেরাবন্দি হয়ে থাকবে। এ থেকে আমরা ছবি দেখে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১