বাংলাদেশের খবর

আপডেট : ৩১ January ২০২২

নাতীর পিঠে ভোট কেন্দ্রে ৮৫ বছর বয়সী আবুল হোসেন


আবুল হোসেন (৮৫)। বয়সের ভাড়ে হাটাচলা করতে পারে না সে। তার জন্ম ১৯৩৭ সালের এপ্রিল মাসে। তার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউপির রামেশ্বরপুর গ্রামে।

নাতীর পিঠে চেপে এই বৃদ্ধার দেখা মিলেছে ভোট কেন্দ্রে। ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপির সাধারণ নির্বাচন উপলক্ষে রানীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার সকাল সাড়ে ১০টায় নিজের ভোট দিতে আসেন তিনি।

মেয়ের ঘরের নাতি মোস্তাফিজের পিঠে চড়ে ভোট কেন্দ্রের দ্বিতীয় তলায় উঠেন এবং পিঠে বসেই ইভিএম মেশিনে নিজের হাতের আঙ্গুলের ফিঙ্গার দেন এই বৃদ্ধা। পরে গোপন কক্ষে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

নিজের ভোট প্রয়োগ শেষে জুবুথুবু চোখে বৃদ্ধ আবুল হোসেন বলেন, ভোটার হওয়ার পর থেকে একবারও ভোট দেওয়া বাদ যায়নি আমার। বয়স হয়েছে, শারীরিক নানা জটিলতায় বিছানা থেকে উঠতে পারি না। তাই নাতির পিঠে চড়ে ভোট দিতে আসলাম। প্রথমবার মেশিনের মাধ্যমে ভোট দিলাম।

তার নাতী মোস্তাফিজ বলেন, নির্বাচন হবে শোনার পর থেকেই আমার নানা ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। তাই নানাকে পিঠে করে নিয়ে এসে ভোট দেয়ালাম। ভোট দিতে পেওে আমার নানা খুবই খুশি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১