আপডেট : ০৯ January ২০২২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের জাবি প্রতিনিধি ইমন মাহমুদ। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের জাবি প্রতিনিধি নূর হাছান নাঈম। গতকাল শনিবার (৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর এ ফলাফল ঘোষণা করেন। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত জাবি প্রেসক্লাব কার্যালয়ে এ ভোট গ্রহণ চলে। নয় সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে দৈনিক যায় যায় দিনের শিহাব উদ্দিন, যুগ্ম-সম্পাদক পদে দ্য বাংলাদেশ পোস্টের হাসিব সোহেল, কোষাধ্যক্ষ পদে দৈনিক আমার সংবাদের মোসাদ্দেকুর রহমান, দপ্তর সম্পাদক পদে দৈনিক শেয়ার বিজের নোমান বিন হারুন, গ্রন্থাগার সম্পাদক পদে দৈনিক আলোকিত কণ্ঠের ফাইজার মো. শাওলিন জয়ী হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর বলেন, প্রত্যক্ষ ভোটে একটি উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করি নবনির্বাচিত কমিটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করতে সহায়ক ভূমিকা পালন করবে। এসময় উপস্থিত ছিলেন, সহকারী নির্বাচন কমিশনার জাবির সহকারী অধ্যাপক মো. রনি হোসাইন, সহকারী নির্বাচন কমিশনার (সচিব) মো. মুসা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দ্য এশিয়ান এইজের খালেদ জুবায়ের শাবাব ও আমাদের সময় ডট কম’র ওয়াজহাতুল ইসলাম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১