আপডেট : ০৬ January ২০২২
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনের কাছে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনে ঢিল ছোঁড়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের চালক তৌহিদুর রহমান আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা ৭টা ১০ দিকে এ ঘটনা ঘটে। মনতলা স্টেশন মাস্টার ফরশ আলী শিকদার জানান, বুধবার রেলপথ দিয়ে যাওয়ার সময় স্টেশনের উত্তর দিকে ৪৪ নং ব্রিজ এলাকায় কে বা কারা পাথর দিয়ে ট্রেনের ইঞ্জিনে ঢিল ছুড়ে। ঢিলটি চালক তৌহিদুর রহমানের কপালে এসে লাগে।এতে চালক আহত হন। পরে মনতলা স্টেশনে ট্রেন থামিয়ে আহত ট্রেন চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে চালক ট্রেন নিয়ে গন্তব্যে চলে যায় । শায়েস্তাগঞ্জ রেল পুলিশের ইনচার্জ এস আই হারুনুর রশিদ জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে রেল পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত কে- তা বের করার চেষ্টা করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১