বাংলাদেশের খবর

আপডেট : ০৬ January ২০২২

নড়িয়ায় পরাজিত মেম্বার প্রার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ


শরীয়তপুরের নড়িয়ায়ায় পরাজিত মেম্বার প্রার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার নওপাড়া বাজারে এ ঘটনা ঘটে।নিহতের নাম আব্দুল মালেক মালত (৫৫)। তিনি ওই গ্রামের আজিজুল হক মুন্সীকান্দি গ্রামের মৃত কচর আহাম্মেদ মালতের ছেলে। নওপাড়াা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী ছিলেন। ৫ জানুয়ারি মোরগ প্রতীকের এ প্রার্থী অল্প ভোটে পরাজিত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পরাজিত মেম্বার প্রার্থী মালেক মালত নওপাড়া বাজারে যায়। এ সময় প্রতিপক্ষ পরাজিত টিউবওয়েল প্রতীকের আরেক মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন তাকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে পাশের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১