আপডেট : ০৪ January ২০২২
রাত পোহালেই শুরু হবে ভোটের লড়াই। উৎসব-উত্তেজনা, উদ্বেগ-উৎকণ্ঠায় পঞ্চম ধাপে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের অপেক্ষায় সাধারণ ভোটাররা। বুধবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ। এবারের ভোটে আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও বিএনপি’র দল নির্বাচনে আসবে না মৌখিকভাবে জানালেও তৃণমূল পর্যায়ে এ নির্বাচনে তারা স্বতন্ত্রের নামে অংশ নিয়েছে। ইতোমধ্যে এ উপজেলায় ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স ও নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে গেছে বলে জানিয়েছেন স্থানীয় নির্বাচন অফিস কর্তৃপক্ষ। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরাও তাদের আনুষ্ঠানিক প্রচারণার ইতি টেনেছেন। উপজেলা নির্বাচন কমিশন সুত্র জানায়, ৮ ইউপির এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৪১, মেম্বার (ওয়ার্ড সদস্য) ২৯৫ ও সংরক্ষিত আসনে ৯৪ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৬৫টি এলাকার ৮৩টি ভোটকেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে এবং ব্যালট পেপার নির্বাচনের আগ মুহূর্তে কেন্দ্রে ৗেঁছিয়ে দেয়া হবে। এ নির্বাচনে উয়ার্শী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হয়েছেন মো. সেলিম খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান নির্বাচনি পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে সার্বক্ষণিক থাকবে পুলিশ বাহিনী, র্যাবের ৩ দল, ৩ প্লাটুন বিজিবি ও আনসার। সেইসাথে মাঠে থাকবেন ম্যাজিস্ট্রেট। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে আমরা খুবই সচেতন। কেউ যদি নাশকতা সৃষ্টি করতে চায় তাহলে কাউকেই ছাড় দেয়া হবেনা। উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিবাচনী এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে। প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ব্যালটবাক্সসহ অন্যান্য সরঞ্জাম পৌঁছৈ গেছে। নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছে দেয়া হবে। বিগত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন আরো সুন্দর, সুষ্ঠুভাবে হবে বলে আশা করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১