বাংলাদেশের খবর

আপডেট : ০৪ January ২০২২

আবাদি জমিতে অর্ধশত ইটভাটা


রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে গড়ে উঠেছে অর্ধশতাধিক ইট ভাটা। সরকারি বিধি লঙ্ঘন করে একদিকে আবাদি জমি, অন্যদিকে আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব ইটভাটারই পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই। ভাটা মালিকরা নিজেদের প্রভাব খাটিয়ে এই অবৈধ ইটভাটাগুলো চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ইট তৈরির মূল উপকরণ মাটি সংগ্রহে আবাদি জমির টপ সয়েল কাটার মহোৎসব শুরু হয়েছে। ভাটার পাশেই আবাদি জমির টপ সয়েল কেটে যেন পাহাড় গড়ে তুলেছে ভাটা মালিকরা।

তাছাড়া ইটভাটায় মাটি বহনকারী নম্বর বিহীন ট্রাক ব্যবহার করায় গ্রামীণ রাস্তাগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে।

রায়গঞ্জ উপজেলার নিমগাছী এলাকার বাসিন্দারা বলছেন, ট্রাকের উড়ন্ত ধুলায় পথচারীরা নানা মুখী সমস্যার সম্মুখীন হচ্ছে। বিভিন্ন বয়সী মানুষ এই ধুলার কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও কয়লার মূল্য বেশি হওয়ায় অনেক ভাটায় খড়ি পড়ানো হচ্ছে। এতে উজাড় হয়ে যাচ্ছে বৃক্ষ ও বনাঞ্চল। সেই সঙ্গে জ্বালানীর মূল্য ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় গ্যাসবিহীন এই এলাকার মানুষের খড়ির মূল্য দিন দিন হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে। পরিবেশ দূষণের কারণে ফলন্তগাছগুলো ক্রমেই ফলশূণ্য হয়ে পড়ছে।

ছাড়পত্র বিহীন অবৈধ ইটভাটার সম্পর্কে রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির দপ্তর সম্পাদক ও হাসান ব্রিকস এর মালিক হাজী ছানোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ব্যবসা তো অবৈধ না। তবে অনেকেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পায় নাই ।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বলেন, এই উপজেলায় প্রায়

৫৫ টা ইটভাটা আছে। এদের মধ্যে কতটি ইটভাটার পরিবেশ ছাড়পত্র আছে- তা আমার সঠিক জানা নেই। অতি সত্বর ছাড়পত্রবিহীন ইটভাটার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১