আপডেট : ০৩ January ২০২২
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম ও তার স্ত্রী প্রিয়া। তারা দুজনেই এখন আইসোলেশনে রয়েছেন। সংবাদসংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে। ইনস্টাগ্রাম স্টোরিতে জন জানিয়েছেন, তিনদিন আগে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংস্পর্শে এসেছিলেন জন-প্রিয়া। কিন্তু বিষয়টি তারা জানতেন না। পরে ওই ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর পেয়ে জন-প্রিয়া করোনা পরীক্ষা করান। তাদের দু’জনেরই মৃদু উপসর্গ রয়েছে। আপাতত বাড়িতে আইসোলেশনে রয়েছেন। জন-প্রিয়া করোনার দুটি টিকাই নিয়েছেন বলেও জানান এই অভিনেতা। ভারতে বর্তমানে করোনার তৃতীয় ওয়েভ চলছে। সময়ের সঙ্গে বেড়েই চলেছে সংক্রমণের হার। দু’দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান ‘জার্সি’ খ্যাত অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী-ড্যান্সার নোরা ফাতেহি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১