বাংলাদেশের খবর

আপডেট : ০৩ January ২০২২

পেঁপে চাষে সফল কলেজছাত্র আয়নাল


শফিকুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল)

লকডাউনে অলস সময় পাড় না করে কৃষি কাজে সময় দিয়ে নিজের জমিতেই পেঁপে চাষে বাম্পার ফলনে খুশি তরুণ চাষি আয়নাল হক। বৈশ্বিক করোনায় দফায় দফায় লকডাউনে ব্যবসা-বাণিজ্য, কাজ-কর্মে স্থবিরতায় আর্থিক স্বচ্ছতা হারালেও থেমে না থেকে নিজের প্রচেষ্টায় তার পরিবারের সদস্যদের সহায়তায় এ উদ্যোগ নিয়ে সফলতার মুখ দেখেছেন। ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের আকন্দের বাইদ এলাকার কলেজছাত্র আয়নাল হক। সাগরদিঘী কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। তিনি লেখাপড়ার পাশাপাশি কৃষি কাজে সময় ব্যয় করেন। মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে সফলও হয়েছেন। তরুণ এই উদ্যোগতা টিফিনের টাকা বাঁচিয়ে প্রথমে বাড়ির আঙ্গিনায় কলা চাষ দিয়ে শুরু করেছিলেন। এভাবে স্বপ্ন থেকে বাস্তবে রুপ দিতে অক্লান্ত পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, তার জমিতে বেগুন চাষের পাশাপাশি পেঁপে আবাদ করেছেন। দুই একর জমিতে এ মিশ্র ফসল চাষ করেছেন। এছাড়াও তিনি আরো দুই একর জমিতে কলা ও লেবু চাষ করেছেন। তার বছরে আয় প্রায় দুই লাখ টাকা।

আয়নাল হক বলেন, গত বছর এক একর জমিতে পেঁপে আবাদ করেছিলাম। ফলন ভালো হওয়ায় এবার আরো এক একর চাষ বাড়িয়েছি।

ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, কৃষি কাজে তরুণদের উৎসাহিত করতে সব রকমের সহযোগিতা করা হবে। আমরা সব সময় কৃষক ও তরুণ উদ্যোক্তার পাশে রয়েছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১