আপডেট : ০২ January ২০২২
নতুনত্ব, সময়ের ধর্ম। তারই ধারাবাহিকতায় এলো নতুন বছর, ২০২২। নতুন বছর কে ঘিরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের চিন্তা-ভাবনার ব্যাপারে জানাচ্ছেন মোস্তফা কামাল ইমরুজ। নতুনত্বের আঙ্গিকে নতুন সিদ্ধান্ত পৃথিবী সুস্থ থাকুক ফ্রিল্যান্সিং করার টার্গেট
প্রতিটি দিনই আমাদের জন্য নতুন দিন। তবে এই নতুনত্বের মাঝে ভিন্নতা হচ্ছে একটি বছরের শুরুর দিককার সময় গুলো। শুরুর এই সময় গুলোতে বিগত বছরের সব গ্লানি আর ব্যর্থতা পেছনে ফেলে এগিয়ে যাওয়ার বেলাতে কল্যাণকর সবাই কেউ কেউ আবার বছরের শুরুতেই "টু-ডু রেজুলেশন" ফিক্স করে ফেলে। আমারো নতুন বছরের রেজুলেশন হল, নতুনত্বের আঙ্গিকে নতুন বছরের সিদ্ধান্তগুলো নিতে চাই। সাথে, সোশ্যাল মিডিয়ায় যথাসম্ভব কম সময় ব্যয় করা এবং ব্যক্তিগত জীবন নিয়ে আরো বেশি ফোকাসড থাকা।
এস.এম নাজমুল হাসান
শিক্ষার্থী , বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে আসতে চাই
করোনাকালীন দীর্ঘ সময় গৃহবন্দী থাকাকালীন ভার্চুয়াল জগতের গভীরে চলে গিয়েছিলাম৷ নতুন বছর প্রতিনিয়ত ভার্চুয়াল সব আসক্তি থেকে বেরিয়ে আসতে চাই। প্রাকৃতিক ও সশরীর আগের মত ক্লাস, পরীক্ষা ও বন্ধুদের সাথে আড্ডা দিতে চাই। মহামারীতে মানুষদের প্রতি মানুষের ভালোবাসা প্রেম কমে গেছে। এসব কিছু আবার আগের মত ফিরে আসুক, সময় গুলো প্রাণবন্ততা পাক।
আব্দুস সবুর লোটাস
শিক্ষার্থী , রাজশাহী বিশ্ববিদ্যালয়
কোভিড-১৯ এর কারণে দীর্ঘসময়, বহমান সময়ের বিপরীতে থেকে ঘরে বসে থাকতে হয়েছে। একটা আতঙ্ক ছিল, কিছু একটা যদি হয়ে যায়! এমন করতে করতে ১৮ মাসের মতো সময় বিশ্ববিদ্যালয় থেকে দূরে থাকতে হয়েছে। যার জন্য, ২২'এর জন্য আমার প্রার্থনা পৃথিবী সুস্থ থাকুক।করোনা, ওমিক্রন সহ সকল মহামারী থেকে মুক্ত সুন্দর একটা পৃথিবী হোক। বৈশ্বিক উষ্ণায়নের মতো ধ্বংসাত্মক ব্যাপার গুলোর ব্যাপারে বিশ্ববাসী সচেতন হোক।
জহিরুল ইসলাম
শিক্ষার্থী , কুমিল্লা বিশ্ববিদ্যালয়
এই বছরের প্রত্যেক দিন আমি আমার দক্ষতা বৃদ্ধির জন্য ১ ঘন্টা করে সময় হাতে রাখব। একাডেমিক পড়া জমিয়ে রাখলে সেমিস্টারের আগের সময় গুলোতে বেশ বেগ পোহাতে হয় । তাই বিভাগের পড়াগুলো প্রতিদিনের টা প্রতিদিনই শেষ করব। সেই সাথে ওয়েব ডেভেলপমেন্ট এ দক্ষতা বৃদ্ধি করে, হাত খরচের জন্য টিউশনের গন্ডি থেকে বেরিয়ে ভালোভাবে ফ্রিল্যান্সিং করার টার্গেট রেখেছি।
তপেশ্বর মজুমদার
শিক্ষার্থী , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১