আপডেট : ৩১ December ২০২১
একদিনের মাথায় কাশ্মীরে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে উপত্যকার পাঠানচক এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গভীর রাতে যৌথ বাহিনী ও জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে ৩ ‘জঙ্গি’ নিহত হয়। তবে জঙ্গিদের গুলিতে বাহিনীর তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ এখনও এলাকা ঘিরে রেখেছে। আর কোনও ‘জঙ্গি’ লুকিয়ে আছে কিনা দেখতে তল্লাশি চালানো হচ্ছে। এর আগে বুধবার রাতে পৃথক গোলাগুলিতে দুই পাকিস্তানিসহ ৬ ‘জঙ্গি’ নিহত হয়েছিলো। তার আগে ২৫ ডিসেম্বর রাতে ৫ জন নিহত হন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১