আপডেট : ১১ December ২০২১
সাফারি পার্কে নান্দনিক সৌন্দর্যের আফ্রিকান অ্যান্টিলুপ গোত্রের প্রাণী গ্যাজেল একটি শাবকের জন্ম দিয়েছে। পার্কে এটাই প্রথম গ্যাজেল শাবকের জন্ম। দেশেও আবদ্ধ পরিবেশে এটি প্রথম গ্যাজেল শাবকের জন্ম। গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সম্প্রতি একটি গ্যাজেল শাবকের জন্ম হয়েছে। তবে এখনো শাবকের লিঙ্গ নির্ণয় করা যায়নি। পার্কে এক জোড়া গ্যাজেল দম্পত্তির ঘরে বহুদিন পর এ বাচ্চাটির জন্ম হলো। এ নিয়ে পার্কে আলাদা আনন্দ বিরাজ করছে। গহীন বনে গ্যাজেলের বসবাস থাকলেও হরিণ পালের সঙ্গে এখন মাঝে মধ্যে উন্মুক্ত স্থানে চলে আসে গ্যাজেল জোড়া। পরে সম্প্রতি চোখে পড়ে একটি শাবকসহ গ্যাজেল দম্পত্তির ঘুরাফেরা। এখন পার্কে বাচ্চাসহ ৩ টি গ্যাজেল হলো। মায়ের সাথে ঘুরে বেড়ানো গ্যাজেল শাবকটি এখন দর্শনার্থীদের ভিন্ন আনন্দ দিবে বলে আশা ব্যক্ত করে সাফারি পার্ক কর্তৃপক্ষ। পার্ক কর্তৃপক্ষ জানান, পার্কের কোর সাফারি বেষ্টনীর ভিতরে আফ্রিকান সাফারিতে অন্য সব প্রাণী পালের সঙ্গে বসবাস গ্যাজেল জোড়াটির। এক জোড়া গ্যাজেল থাকলেও বাচ্চা পাওয়া যাচ্ছিলনা। এ আফ্রিকান সাফারিতে রয়েছে ওয়াইল্ড বিস্ট, কমন ইংল্যান্ড, জেব্রা, জিরাফ ও বিভিন্ন হরিণের পালের রাজত্ব। পাশেই রয়েছে গয়াল, নীলগাইয়ের বসবাস। পার্কের ওয়াইল্ড লাইফ সুপার ভাইজার সরোয়ার হোসেন খান জানান, গ্যাজেল অ্যান্টিলুপ গোত্রের তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। এটা থমসন গ্যাজেল। আফ্রিকান অঞ্চলে এদের বেশি বসবাস। তাঞ্জানিয়া, কেনিয়াসহ সাভানা ফরেস্ট অঞ্চলের সবুজ গ্রাস বেষ্টিত ভূমিতে গ্যাজেলের অবাদ বিচরণ। এ দিকে, মঙ্গোলিয়া, উত্তর চীন, তাজিকিস্তান,উজবেকিস্তান,ইরান তুরস্ক,সিরিয়াতে দেখা যায় গ্যাজেল। তিনি বলেন পাঁচ থেকে ছয় মাসে গর্ভ ধারনের পর গ্যাজেল বাচ্চার জন্ম দেয়। একটি বাচ্চার জন্মদিয়ে থাকে গ্যাজেল দম্পত্তি। তবে দুটি শাবক জন্মের ঘটনাও রয়েছে। পুরুষ গ্যাজেলের শিং থাকে। মাদি গ্যাজেল শিংবিহীন হয়। লেজ ও বুকের নিচে সাদা হয়। ওজন ২৫ থেকে ৩০ কেজি হয়ে থাকে। গ্যাজেল ঘন্টায় ৬০ কিমি গতিতে ছুটতে পারে। গ্রীষ্মকাল সাধারনত এদের উত্তম প্রজননকাল। ঝোঁপঝাড়ে লুকিয়ে থাকতে এদের পছন্দ। প্রজননকালে পুরুষ গ্যাজেল আক্রমনাক্ত হয়ে পড়ে। নারীদের পিছনে ছুটে বেড়ায় সঙ্গমের জন্য। শত্রুদের কাছ থেকে নিরাপদে রাখতে শাবকদের ঘিরে রাখে মা বাবা। আয়ুকাল সাত বছর থেকে দশ বছর হয়ে থাকে। দেড় থেকে পনে দুই বছরে প্রাপ্ত বয়স্ক হয় গ্যাজেল। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান জানান, নভেম্বরের শেষের দিকে কোনো এক সময় শাবকটির জন্ম হয়। তবে এতো দিন কারো চোখে পড়েনি। শুক্রবার বেশ কয়েকবার চোখে পড়ল। গ্যাজেল ঝোঁপঝাড়ে লুকিয়ে থাকে বলে চোখে পড়ে খুবই কম। তিনি বলেন সাফারি পার্কে শাবকসহ গ্যাজেল সদস্য হলো তিনটি। পুরুষটি বেশ বয়স্ক হয়ে পড়েছে। এ শাবক জন্মের মাধ্যমে নতুন আশার সঞ্চার হলো। তিনি বলেন এখনো জন্ম নেওয়া শাবকটির লিঙ্গ নির্ণয় করা যায়নি। গ্যাজেল শাবকের জন্মে পার্কে ভিন্ন আনন্দ বিরাজ করছে। আগত দর্শনাথীদেরও ব্যতিক্রমি আনন্দ দিবে তিড়িংবিড়িং করা গ্যাজেল শাবকটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১