বাংলাদেশের খবর

আপডেট : ১২ November ২০২১

কলাপাড়ায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


পটুয়াখালীর কলাপাড়ায় দিনভর নানান কর্মসূচির মধ্যেদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহষ্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সঙ্গিত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তলোন শেষে বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজুলল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতা কর্মীরা।

পরে আছর নামাজবাদ দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও কেক কেটে উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সভায় উপজেলা যুবলীগ’র সভাপতি শফিকুল আলম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার।

সাধারণ সম্পাদক সাঈদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ’র সহ-সভাপতি গাজী মশিউর রহমান মামুন, সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির, উপজেলা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, সৈয়দ হাসানুর রহমান রিমু,সহ-সম্পাদক রাকিবুল ইসলাম রকি, ছাত্রলীগ’র সাংগঠনিক সম্পাদক সাবিদুল ইসলাম হাসিব গাজী, কলেজ শাখা ছাত্রলীগ’র সাবেক সম্পাদক নাছিমুজ্জামান রাতুল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন শহর যুবলীগ’র সহ-সভাপতি শেখ মো.যুবরাজ, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম রয়েল, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মিঠু, আল-আমিন প্রমুখ।

এসময় উপজেলা যুবলীগ ও শহর যুবলীগসহ আওয়ামী লীগ,কৃষক লীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগ’র শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১