আপডেট : ১১ November ২০২১
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিঠুর পক্ষে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার চেষ্টা করায় ১৭ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের জামসা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, ওই প্রার্থীর পক্ষে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। তারা পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। আজ সকাল ৮টা থেকে উপজেলার ১১ টি ইউনিয়নে ভোটগ্রহন শুরু হয়েছে। এতে চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০২ জন ও পুরুষ সদস্য পদে ২৯৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১