আপডেট : ০৮ November ২০২১
ভারতের ছত্তিশগড় রাজ্যের সুকমা জেলার একটি ক্যাম্পে গভীর রাতে সহকর্মীর গুলিতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) চার সদস্য নিহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের লিঙ্গামপল্লী গ্রামে স্থাপিত একটি সিআরপিএফ ক্যাম্পে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে আরও তিন জন আহত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সিআরপিএফের এক সদস্য তাঁর কাছে থাকা একে-৪৭ রাইফেল দিয়ে সহকর্মীদের ওপর গুলি ছোড়েন। এতে চার জন নিহত এবং তিন জন আহত হয়। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই সদস্যকে সঙ্গে সঙ্গে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর নামপরিচয় প্রকাশ করা হয়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১