আপডেট : ০৬ November ২০২১
ভারতের মহারাষ্ট্রের আহমেদ নগরে সিভিল হাসপাতালের কোভিড ওয়ার্ডে নীবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। দেশটির গণমাধ্যমে জানানো হয়েছে, শনিবার (৬ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ আগুন লাগে। হাসপাতালের ওই কোভিড ওয়ার্ডে ১৭ রোগী চিকিৎসাধীন ছিলেন। মহারাষ্ট্রের ডিস্ট্রিক্ট কালেক্টর ড. রাজেন্দ্র ভোসলে সাংবাদিকদের জানান, ওই ওয়ার্ডে চিকিৎসা নেয়া বাকি রোগীদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কি কারণে আগুন লেগেছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুসন্ধান থেকে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুন লেগে থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ছবি ছড়িয়ে পড়ে। এতে হাসপাতালের ওই ওয়ার্ড থেকে আগুনের ধোঁয়া উড়তে দেখা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১