আপডেট : ২৩ October ২০২১
শুভাশীষ ভৌমিক পেশায় একজন প্রকৌশলী। সাত বছর বয়সি ছেলে ঋতুরাজ অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত। এর বাইরে ইন্টারনেট দুনিয়ায় তাদের সমধিক পরিচিতি ‘বাপকা বেটা’ হিসেবে। বাবা-ছেলে একসঙ্গে গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার নজরে এসে হাজার হাজার দর্শকের মনে জায়গায় করে নিয়েছেন। মূলত বাবা ও ছেলের গানের সুন্দর মুহূর্তগুলো সংরক্ষণ করার উদ্দেশ্য থেকে সৃষ্টি হয় ‘বাপকা বেটা’ ব্যান্ডের। তাদের মৌলিক গান ‘অবচেতন মন’। দুই প্রজন্মে থাকছে এই বাবা-ছেলের কথা। সাক্ষাৎকার-অরণ্য সৌরভ প্রিয় কণ্ঠশিল্পী? শুভাশীষ ভৌমিক : আমি নাইন্টিজের সব রক ব্যান্ডের প্রচণ্ড ভক্ত। এলআরবি, নগরবাউল, মাইলস, আর্ক আমার পছন্দের ব্যান্ড। ঋতুরাজ ভৌমিক : তাহসান এবং শাফিন আঙ্কেল। প্রিয় গান? শুভাশীষ ভৌমিক : এলআরবি ব্যান্ডের ‘সুখের পৃথিবী সুখের অভিনয়’ গানটি। ঋতুরাজ ভৌমিক : তাহসান আঙ্কেলের ‘আলো আলো’ গানটি। প্রিয় খাবার? শুভাশীষ ভৌমিক : কাচ্চি বিরিয়ানি। ঋতুরাজ ভৌমিক : বাবার মতো আমারও কাচ্চি বিরিয়ানি খুব পছন্দ। কার হাতের রান্না খেতে ভালো লাগে? শুভাশীষ ভৌমিক : খুব কঠিন প্রশ্ন। মা এবং আমার সহধর্মিণী দুজনের রান্নাই আমার কাছে প্রায় একই রকম লাগে। তাই একজনকে বেছে নেওয়া কঠিন। ঋতুরাজ ভৌমিক : মায়ের হাতের রান্না আমার পছন্দের। কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে? শুভাশীষ ভৌমিক : সব সময় স্মার্ট ক্যাজুয়াল পছন্দ করি। ঋতুরাজের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরতে আমার ভালো লাগে। ঋতুরাজ ভৌমিক : পোলো টি-শার্ট এবং কমফোর্টেবল যে-কোনো কিছু পরতে ভালো লাগে। প্রিয় সিনেমা? শুভাশীষ ভৌমিক : মিশন ইম্পসিবল ও জেমস বন্ড সিরিজগুলো খুব পছন্দের। ঋতুরাজ ভৌমিক : সিনেমা খুব একটা দেখা হয় না। কার্টুন দেখি। Beyblade আমার পছন্দের কার্টুন। কার অভিনয় ভালো লাগে? শুভাশীষ ভৌমিক : চঞ্চল চৌধুরী, মোশারফ করিম, তাহসান ও নিশো ভাই। ঋতুরাজ ভৌমিক : প্রিয় কার্টুন ক্যারেক্টার valt Aoi. অবসরে কী করেন? শুভাশীষ ভৌমিক : অবসরে ছেলেকে নিয়ে গান গাই, গিটার বাজাই। ঋতুরাজ ভৌমিক : গিটার, প্রোগ্রামিং ও আলোহা ম্যাথস শিখি। প্রিয় খেলা? শুভাশীষ ভৌমিক : ক্রিকেট। ঋতুরাজ ভৌমিক : ফুটবল। প্রিয় খেলোয়াড়? শুভাশীষ ভৌমিক : শচীন টেন্ডুলকার। ঋতুরাজ ভৌমিক : লিওনেল মেসি। কোথায় বেড়াতে যেতে ভালো লাগে? শুভাশীষ ভৌমিক : ছুটির দিনগুলোতে পরিবার বা বন্ধুবান্ধবের সাথে যে-কোনো জায়গায়। ঋতুরাজ ভৌমিক : সি-বিচ আমার পছন্দ। পত্রিকায় কী পড়েন? শুভাশীষ ভৌমিক : খেলার সংবাদ পড়তে ভালো লাগে। ঋতুরাজ ভৌমিক : এখনো পত্রিকা পড়া শুরু করিনি। গল্পের বই পড়ি। টিভিতে সবচেয়ে বেশি কী দেখেন? শুভাশীষ ভৌমিক : টিভি দেখা হয় না। ওটিটি প্ল্যাটফরমে নাটক দেখতে ভালো লাগে। ঋতুরাজ ভৌমিক : নেটফ্লিক্সে কার্টুন দেখি। প্রিয় লেখক? শুভাশীষ ভৌমিক : হুমায়ূন আহমেদ ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ঋতুরাজ ভৌমিক : Jeff kihhey. প্রিয় বই? শুভাশীষ ভৌমিক : The 5 am club by Robin Sharma. ঋতুরাজ ভৌমিক : diary of wimpy kid by Jeff kihhey. কোন কাজটি বা বিষয়টি সবচেয়ে অপছন্দ? শুভাশীষ ভৌমিক : কাউকে কথা দিয়ে কথা না রাখা। ঋতুরাজ ভৌমিক : কেউ পচা করে বা বকা দিয়ে কথা বলা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১