বাংলাদেশের খবর

আপডেট : ২৩ October ২০২১

দুই প্রজন্ম

বাবা-ছেলের পছন্দ কাচ্চি বিরিয়ানি


শুভাশীষ ভৌমিক পেশায় একজন প্রকৌশলী। সাত বছর বয়সি ছেলে ঋতুরাজ অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত। এর বাইরে ইন্টারনেট দুনিয়ায় তাদের সমধিক পরিচিতি ‘বাপকা বেটা’ হিসেবে। বাবা-ছেলে একসঙ্গে গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার নজরে এসে হাজার হাজার দর্শকের মনে জায়গায় করে নিয়েছেন। মূলত বাবা ও ছেলের গানের সুন্দর মুহূর্তগুলো সংরক্ষণ করার উদ্দেশ্য থেকে সৃষ্টি হয় ‘বাপকা বেটা’ ব্যান্ডের। তাদের মৌলিক গান ‘অবচেতন মন’। দুই প্রজন্মে থাকছে এই বাবা-ছেলের কথা। সাক্ষাৎকার-অরণ্য সৌরভ

 

 

প্রিয় কণ্ঠশিল্পী?

শুভাশীষ ভৌমিক : আমি নাইন্টিজের সব রক ব্যান্ডের প্রচণ্ড ভক্ত। এলআরবি, নগরবাউল, মাইলস, আর্ক আমার পছন্দের ব্যান্ড।

ঋতুরাজ ভৌমিক : তাহসান এবং শাফিন আঙ্কেল।

প্রিয় গান?

শুভাশীষ ভৌমিক : এলআরবি ব্যান্ডের ‘সুখের পৃথিবী সুখের অভিনয়’ গানটি।

ঋতুরাজ ভৌমিক : তাহসান আঙ্কেলের ‘আলো আলো’ গানটি।

প্রিয় খাবার?

শুভাশীষ ভৌমিক : কাচ্চি বিরিয়ানি।

ঋতুরাজ ভৌমিক : বাবার মতো আমারও কাচ্চি বিরিয়ানি খুব পছন্দ।

কার হাতের রান্না খেতে ভালো লাগে?

শুভাশীষ ভৌমিক : খুব কঠিন প্রশ্ন। মা এবং আমার সহধর্মিণী দুজনের রান্নাই আমার কাছে প্রায় একই রকম লাগে। তাই একজনকে বেছে নেওয়া কঠিন।

ঋতুরাজ ভৌমিক : মায়ের হাতের রান্না আমার পছন্দের।

কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে?

শুভাশীষ ভৌমিক : সব সময় স্মার্ট ক্যাজুয়াল পছন্দ করি। ঋতুরাজের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরতে আমার ভালো লাগে।

ঋতুরাজ ভৌমিক : পোলো টি-শার্ট এবং কমফোর্টেবল যে-কোনো কিছু পরতে ভালো লাগে।

প্রিয় সিনেমা?

শুভাশীষ ভৌমিক : মিশন ইম্পসিবল ও জেমস বন্ড সিরিজগুলো খুব পছন্দের।

ঋতুরাজ ভৌমিক : সিনেমা খুব একটা দেখা হয় না। কার্টুন দেখি। Beyblade আমার পছন্দের কার্টুন।

কার অভিনয় ভালো লাগে?

শুভাশীষ ভৌমিক : চঞ্চল চৌধুরী, মোশারফ করিম, তাহসান ও নিশো ভাই।

ঋতুরাজ ভৌমিক : প্রিয় কার্টুন ক্যারেক্টার valt Aoi.

অবসরে কী করেন?

শুভাশীষ ভৌমিক : অবসরে ছেলেকে নিয়ে গান গাই, গিটার বাজাই।

ঋতুরাজ ভৌমিক : গিটার, প্রোগ্রামিং ও আলোহা ম্যাথস শিখি।

প্রিয় খেলা?

শুভাশীষ ভৌমিক : ক্রিকেট।

ঋতুরাজ ভৌমিক : ফুটবল।

প্রিয় খেলোয়াড়?

শুভাশীষ ভৌমিক : শচীন টেন্ডুলকার।

ঋতুরাজ ভৌমিক : লিওনেল মেসি।

কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?

শুভাশীষ ভৌমিক : ছুটির দিনগুলোতে পরিবার বা বন্ধুবান্ধবের সাথে যে-কোনো জায়গায়।

ঋতুরাজ ভৌমিক : সি-বিচ আমার পছন্দ।

পত্রিকায় কী পড়েন?

শুভাশীষ ভৌমিক : খেলার সংবাদ পড়তে ভালো লাগে।

ঋতুরাজ ভৌমিক : এখনো পত্রিকা পড়া শুরু করিনি। গল্পের বই পড়ি।

টিভিতে সবচেয়ে বেশি কী দেখেন?

শুভাশীষ ভৌমিক : টিভি দেখা হয় না। ওটিটি প্ল্যাটফরমে নাটক দেখতে ভালো লাগে।

ঋতুরাজ ভৌমিক : নেটফ্লিক্সে কার্টুন দেখি।

প্রিয় লেখক?

শুভাশীষ ভৌমিক : হুমায়ূন আহমেদ ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

ঋতুরাজ ভৌমিক : Jeff kihhey.

প্রিয় বই?

শুভাশীষ ভৌমিক : The 5 am club by Robin Sharma.

ঋতুরাজ ভৌমিক : diary of wimpy kid by Jeff kihhey.

কোন কাজটি বা বিষয়টি সবচেয়ে অপছন্দ?

শুভাশীষ ভৌমিক : কাউকে কথা দিয়ে কথা না রাখা।

ঋতুরাজ ভৌমিক : কেউ পচা করে বা বকা দিয়ে কথা বলা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১