আপডেট : ২৩ October ২০২১
সারা জীবন গেয়েছেন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর অসাম্প্রদায়িকতার জয়গান। মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে নিয়েছেন সুদৃঢ় অবস্থান। তিনি কবি শামসুর রাহমান। তার ৯৩ তম জন্মদিন আজ। ১৯২৯ সালের এই দিনে পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন কবিতার এই বরপুত্র। সমসাময়িক সহিত্যিকদের মধ্যে অনেকে বলছেন, কেবল কবিতা নয়, তিনি সমৃদ্ধ করেছেন বাংলা ভাষাকেও। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমান। বাঙালির সংগ্রামের পক্ষে ছিলেন সোচ্চার, আর শোষণের বিরুদ্ধে অবিচল ছিলো তার শানিত কলম। বারবার তার কর্মে উঠে এসেছে মুক্তিযুদ্ধের কথা, স্বাধীনতার কথা। সহজবোধ্য ভঙ্গিতে লিখেছেন প্রকৃতি, মানবতা আর সম্প্রীতির কথা। প্রগতিশীলতার পক্ষে অবস্থান নিয়ে দৃঢ় থেকেছেন ধর্মান্ধতা আর অন্ধকারের বিরুদ্ধে। নাগরিক কবি হিসেবে পরিচিতি পাওয়া শামসুর রহমান কবিতা লিখতে শুরু করেন ১৯ বছর বয়সে। দীর্ঘ কর্মময় জীবনে প্রকাশ করেছে ৬৬টি কাব্যগ্রন্থ, ৪টি উপন্যাস, ১টি প্রবন্ধগ্রন্থ, ১টি ছড়ার বইসহ ৬টি অনুবাদ গ্রন্থ। কবি টোকন ঠাকুর বলেন, 'তার কাছে আমরা নানাভাবে ঋণী। বাংলা কবিতা ও বাংলা ভাষাও তার কাছে ঋণী।' সাহিত্যে অনবদ্য অবদান রাখায় স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কারসহ বহু সম্মাননা। ২০০৬ সালের ১৭ আগস্ট শামসুর রহমান মারা গেলেও আজীবন কবিতায় সমর্পিত এ কবি এখনো বেঁচে আছেন বাঙালির সত্তায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১