আপডেট : ১৭ October ২০২১
কুমিল্লায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। আজ রোববার সকালে এমপি বাহার নগরীর নানুয়াদিঘীর পাড়ের পূজামণ্ডপটি পরিদর্শন করেন। পরে আরো কয়েকটি পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শন করে হিন্দু নেতাকর্মী ও বাসিন্দাদের সাথে কথা বলেন। তিনি বলেন, কুমিল্লার পরিস্থিতি বাংলাদেশের অন্য জায়গার মত না। আমরা যেহেতু একসাথে মিলে মিশে কাজ করি আমাদের নিরাপত্তাহীনতার কোনো কারণ নাই। আমরা দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছি। এখানে ছাড় দেয়ার কোন সুযোগ নাই। শান্তি শৃঙ্খলা রক্ষায় হিন্দু মুসলামান বলতে কোনো শব্দ নাই, আমরা বাঙালি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। জাতির জনক কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১