বাংলাদেশের খবর

আপডেট : ১১ October ২০২১

ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন

মেয়র পদে ৫ জন এবং কাউন্সিলর পদে ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করছে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ইউনূছ আলী।


 আসন্ন ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছে ৩৭ জন এবং সংরক্ষিত নারী পদে দাখিল করেছে ১১ জন প্রার্থী।

গতকাল রবিবার (১০ অক্টোবর) মনোয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত প্রার্থীরা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করা প্রার্থীরা হলেন, নৌকা মার্কায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া ইউনূছ আলী মন্ডল, স্বতন্ত্র থেকে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর জামায়াতের সাবেক আমির আব্দুল মান্নান সরকার এবং রিপন আহম্মেদ বাবু।

সহকারী রিটানিং কর্মকর্তা শাহজাহান মানিক বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ৫৩ জন ব্যাক্তি তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। তারমধ্যে মেয়র পদে ৫ জন। বাকিরা সবাই সাধারণ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে। এরপর আমরা দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করবো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১