বাংলাদেশের খবর

আপডেট : ১১ October ২০২১

সারা দেশে বাংলাদেশের খবরের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন


দৈনিক বাংলাদেশের খবরের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গতকাল রোববার বিভিন্ন জেলা-উপজেলায় আনন্দঘন পরিবেশে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় খবরের কাগজ দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপনদাতা, সংবাদকর্মীসহ সকল শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেইসঙ্গে বাংলাদেশের খবর পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর—

মেহেরপুর : দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি ও মেহেরপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মনিরুল ইসলামের আয়োজনে গতকাল সকালে মেহেরপুর প্রেস ক্লাবে কেক কেটে পত্রিকার ৬ষ্ঠ বছরপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন মেহেরপুর সদর থানার ওসি শাহা দারা খান। এ সময় বক্তব্য দেন মেহেরপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল ও সিনিয়র সাংবাদিক মহাসিন আলী আঙ্গুর, দারিয়াপুর সরকারি কলেজের প্রভাষক ও সিনিয়র সাংবাদিক জহির হোসেন চঞ্চল, প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, চ্যানেল২৪-এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহসভাপতি আতিকুর রহমান, সাংবাদিক বেন ইয়ামিন মুক্ত, মেহের আমজাদ, রোজিনা খাতুন, আসিফ ইকবাল, আকতারুজ্জামান, জাহিদ হোসেন প্রমুখ।

লালমনিরহাট : গতকাল দুপুরে লালমনিরহাট প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা চেম্বর অব কমার্সের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুমন খান ও জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর। লালমনিরহাট প্রেস ক্লাবের সভাপতি ও সময় টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি মোফাখখারুল ইসলাম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এসএ টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান ডিফেন্স, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, স্থানীয় আলোর মণি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হেলাল আহমেদ, জাতীয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, সংবাদপত্র এজেন্ট সাজিদ আলম প্রমুখ। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সদর : গতকাল সকালে সার্কিট হাউস মোড়ে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবে বাংলাদেশের খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র্যালিটি সার্কিট হাউস মোড়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে রিপোর্টার্স ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। শেষে রিপোর্টার্স ক্লাবে কেক কাটেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা সেক্রেটারি শেখ জাহাঙ্গীর আলম মেনন, সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাব সভাপতি গাজী মোক্তার হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর সেক্রেটারি নুরুল হক, বাংলাদেশ মানবাধিকার কমিশন পৌর শাখার সভাপতি আ. সোহবান। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত-এর স্টাফ রিপোর্টার সাহাজান আলম, দৈনিক সংযোগ জেলা প্রতিনিধি আফরোজা, দৈনিক নওয়াপাড়া জেলা প্রতিনিধি হাফিজুর রহমান, বাংলাদেশের খবর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রুহুল আমিন, মিহিরুজ্জামান, বিল্লাল হোসেন, দৈনিক সুপ্রভাত-এর সহ-সম্পদক মাজারুল ইসলাম, দৈনিক মুক্ত খবর-এর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মণি, দৈনিক বাংলাদেশ সমাচার-এর রিপোর্টার আজাহারুল ইসলাম, দৈনিক ডেসটিনির জেলা প্রতিনিধি শাহারিয়ার হোসেন, দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি জাহিদুর রহমান পলাশ, দৈনিক নওয়াপাড়ার সদর প্রতিনিধি শেখ শিমুল, সাপ্তাহিক সূর্যের আলো শহর প্রতিনিধি ওমর ফারুক বিপ্লব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক বাংলাদেশের খবরের সাতক্ষীরা সদর প্রতিনিধি মামুন হোসেন।

ভালুকা (ময়মনসিংহ) : গতকাল সকালে ভালুকা প্রেস ক্লাব কার্যালয়ে বাংলাদেশের খবর পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি পালিত হয়েছে। উপস্থিত অতিথিদের নিয়ে র‍্যালি, কেক কাটা ও আলোচনার মাধ্যমে বর্ষপূর্তি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা প্রেস ক্লাব সভাপতি এস এম শাহজাহান সেলিম, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি আতাউর রহমান তরফদার, এম এ সবুর বাকী বিল্লাহ, সাবেক সভাপতি কামাল হাসান কামাল পাঠান, সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক খান উজ্জ্বল, মোকলেসুর রহমান মনির, হাদিকুর রহমান হাদিস, মোবাশ্যারুল ইসলাম সবুজ, জহিরুল ইসলাম জুয়েল, শাহ মো. হাসান, আবু সাঈদ জুয়েল, কামরুল আরেফিন, রফিকুল ইসলাম হীরন, আফরোজা আক্তারা জবা প্রমুখ।

ত্রিশাল (ময়মনসিংহ) : গতকাল সকালে দৈনিক বাংলাদেশের খবরের ত্রিশাল উপজেলা প্রতিনিধি ফাতেমা শবনমের আয়োজনে আব্দুল আউয়াল সুপার মার্কেটে কেক কাটা হয়। পরে ত্রিশাল উপজেলা প্রেস ক্লাবে এক আলোচনা সভা হয়। এতে উপস্থিত দেন পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, বঙ্গবন্ধু পরিষদ ত্রিশাল উপজেলার শাখার সভাপতি কামরুজ্জামান মাস্টার, বাগান ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আনোয়ার সাদাত জাহাঙ্গীর, ত্রিশাল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কিবরিয়া মাস্টার, আওয়ামী লীগ নেতা নয়ন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সরকার, তালুকদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম সুমন প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সারোয়ার জাহান জুয়েল, খ ম শফিকুল ইসলাম, সহ-সভাপতি ফরুক আহমেদ, সহ-সভাপতি আরিফুর রহমান রব্বানী, সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পাইলট, দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সমাজ কল্যাণ সম্পাদক মোমিন তালুকদার, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম তপু প্রমুখ।

শার্শা (যশোর) : গতকাল দুপুরে উপজেলার সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশের খবরের শার্শা উপজেলা প্রতিনিধি নয়ন সরদার। আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল হক। আরো বক্তব্য দেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসানুজ্জামান, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবু হোসেন আকরাম, শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের প্রভাষক আলিম রেজা বাপ্পি, সমাজের কথার প্রতিনিধি সাংবাদিক রুহুল কুদ্দুস শাকিল প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা ৭ম বর্ষে পদার্পণের কেক কাটেন অতিথিরা।

দোহার (ঢাকা) : গতকাল সকালে দোহারের আয়েশা শপিং কমপ্লেক্সে কেক কেটে কর্মসূচির পালন করা হয়েছে। অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশের খবরের দোহার প্রতিনিধি জুবায়ের আহম্মেদকে কেক খাইয়ে দিয়ে বর্ষপূতিতে শুভেচ্ছা জানান অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন দোহার প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, নববাংলা পত্রিকার প্রকাশক বিল্লাল হোসেন, নববাংলা উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, দোহার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জাগ্রত জনতার ভারপ্রাপ্ত সম্পাদক আতাউর রহমান সানী, একাত্তর টিভির ঢাকা জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু, কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন আজাদ, নববাংলার নির্বাহী সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, সাংবাদিক, নাট্যকার ও পরিচালক শেখ সেলিম, দৈনিক আগামীর সময় পত্রিকার সহ-সম্পাদক আবুল হাশেম ফকির, ভোরের ডাক প্রতিনিধি মো. শাহাদাত হোসেন, আজকের দর্পণ পত্রিকার প্রতিনিধি নাজনীন সিকদার, ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি সুজন হোসেন, খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি, মহিউল ইসলাম পলাশ, আমার সময় পত্রিকার প্রতিনিধি মাকসুমুল ইসলাম মুকিম, মো. রফিক নাজুমল বারী প্রমুখ।

ভাঙ্গা (ফরিদপুর) : গতকাল সকালে ভাঙ্গা প্রেস ক্লাব কার্যালয়ে কক কাটা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ভাঙ্গা প্রতিনিধি সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর এ বি এম মিজানুর রহমান, কাজী সামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্ত, শাহাবুর রহমান, শিক্ষক মাওলানা জাকির হোসেন, সাংবাদিক মুন্সী মনিরুজ্জামান মনির, রাহাত বেগ, মাহমুদুর রহমান তুরান প্রমুখ।

ভূঞাপুর (টাঙ্গাইল) : গতকাল বিকালে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি আব্দুল লতিফ তালুকদারের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। ভূঞাপুর প্রেস ক্লাব সভাপতি শাহ্ আলম প্রামাণিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী। এতে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাংবাদিক আলীম আকন্দ, আখতার হোসেন খান, আতোয়ার রহমান তালুকদার মিন্টু, শফিকুল ইসলাম শাহীন, কামাল হোসেন, অভিজিৎ ঘোষ, জুলিয়া পারভেজ, আব্দুর রশিদ তালুকদার, মামুন সরকার, ফরমান শেখ, মুহাইমিনুল ইসলাম হূদয়, আরিফুজ্জামান তপু, ফুয়াদ হাসান রঞ্জু, তৌফিকুর রহমান মানিক, নাসির উদ্দিন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১