আপডেট : ২৭ September ২০২১
‘এক্সট্রাকশন’ সিনেমার সিক্যুয়েল ‘এক্সট্রাকশন টু’ আসছে খুব শিগগিরই। এমন ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। গত শনিবার সিনেমাটির একটি টিজার প্রকাশ করে নেটফ্লিক্স। টিজারে দেখা যায়, টাইলর বেঁচে আছে, ‘এক্সট্রাকশন টু’-তে ফিরে আসবেন তিনি। 'এক্সট্রাকশন' সিনেমার পরিচালক স্যাম হারগ্রেভ ‘এক্সট্রাকশন টু’ সিনেমাটিও পরিচালনা করবেন। কেন্দ্রীয় চরিত্রে থাকবেন 'ক্রিস হেমসওর্থ'। জো রুশো ও অ্যান্থনি রুশো সিনেমাটির প্রযোজক হিসেবে থাকছেন। গেল বছর এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘এক্সট্রাকশন’ সিনেমাটি । মুক্তির প্রথম চার সপ্তাহে বিশ্বব্যাপী ৯৯ মিলিয়ন দর্শক সিনেমাটি দেখেন, যা নেটফ্লিক্সের ইতিহাসে রেকর্ড গড়েন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১