বাংলাদেশের খবর

আপডেট : ১৭ September ২০২১

আখাউড়া স্থলবন্দর শনিবার বন্ধ


বিশ্বকর্মা পুজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম শনিবার বন্ধ থাকবে। আখাউড়া স্থল বন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এসময় পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থল বন্দর আমদানি- রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, বিশ্বকর্মা পুজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন । বিষয়টি তারা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে লিখিত ভাবে জানিয়েছেন। তাই শনিবার এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার সকাল থেকে পুনরায় যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানায়, বিশ্বকর্মা পুজা উপলক্ষে এ বন্দর দিয়ে আমদানি রফতানি রপ্তানি কার্যক্রম এক দিন বন্ধ থাকলে ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের আটকে পড়া পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১