আপডেট : ০৬ September ২০২১
দেশব্যাপী মাছের পোনা অবমুক্তকরণ অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈরে ৪৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলায় প্রশাসনের উদ্যোগে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার মধ্যে রয়েছে ঘাটাখালি নদীতে ১৩০ কেজি, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১০০ কেজি, মৌচাক স্কাউটে ১০০ কেজি ও আনসার একাডেমিতে ১০০ কেজি মোট ৪৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার,উপজেলা মৎস্য অফিসার, মো. সলিমুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১