আপডেট : ০৪ September ২০২১
রাজধানীর মিরপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে অটোরিকশা বিরোধী অভিযান শুরু করেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক ও বহিষ্কৃত যুবলীগ নেতা জুয়েল রানা। এ সময় শতশত অটোরিকশার তার বিচ্ছিন্ন করে ব্যাটারি খুলে রেখে দেন কাউন্সিলর মানিকের সমর্থকরা। এসময় এক প্রতিবন্ধী রিকশাচালককে মারধর করায় ক্ষিপ্ত হয়ে সড়কে নেমে পড়েন কয়েক হাজার রিকশা চালক। সেখান থেকে পালিয়ে স্থানীয় এক মসজিদে আশ্রয় নেন কাউন্সিলর মানিক। এদিকে এখনো পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন অটোরিকশা চালকরা। তাদের দাবি রিকশা চালকদের কাছ ২০০০ টাকা নিয়ে রিকশা চালানোর অনুমতি দিয়েছিলেন কাউন্সিলর মানিক। আবার নিজেই রিকশাবিরোধী অভিযানও শুরু করেন মানিক। এসময় কাউন্সিলর মানিকের গ্রেপ্তারের দাবি জানান অটোরিকশা চালকরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১