আপডেট : ১৩ August ২০২১
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ বাহিনীর কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। যাদের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ এসেছে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার (১৩ আগস্ট) জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সম্প্রতি শোবিজ অঙ্গনের ঘটনার সঙ্গে একজন পুলিশ কর্মকর্তার নাম এসেছে। তার বিরুদ্ধে ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাকরি থেকে বদলি করা হয়েছে। তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দিলে সে ক্ষেত্রে দোষী প্রমাণিত হলে অবশ্যই সে যে কেউ হোক তাকে শাস্তির আওতায় আনা হবে। মন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান। তবে মনে রাখতে হবে পুলিশ বাহিনীর বেশ ভালো ভালো কাজও আছে। মহামারি করোনাভাইরাসে তারা যেভাবে কাজ করে যাচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এ বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ এখনো অনেক আধুনিক, জনবান্ধব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১