আপডেট : ০৮ August ২০২১
কক্সবাজারে র্যাবের সাথে গোলাগুলিতে এক মাদক কারবারী আহত হওয়ার পর তার কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোঃ শেখ সাদী জানান, কিছু মাদককারবারী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপিস্থ ঘোনারপাড় এলাকায় ইয়াবা ক্রয় বিক্রয় করবে এমন খবরে সেখানে ৭ আগষ্ট দুপুর ১ টার সময় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের লক্ষ্যকরে কয়েকজন মাদককারবারী গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় পালানোর সময় ঘোনারপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মীর কাশেম (২৫) গুলিবিদ্ধ হয়। এসময় তার কাছ থেকে ১ টি দেশীয় অস্ত্র,২ রাউন্ড গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র্যাব কর্মকর্তা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১