বাংলাদেশের খবর

আপডেট : ০৮ August ২০২১

রাজধানীতে ছিনতাই করে পালানোর সময় গাড়িচাপায় তরুণ নিহত


ঢাকার চকবাজারে ছিনতাই করে পালানোর সময় গাড়িচাপায় জয় (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন।

গতকাল শনিবার (৭ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

চকবাজার থানা জানায়, নিহত তরুণ ছিনতাইকারী দলের সদস্য ছিলেন। তার মরদেহ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার বলেন, উর্দু রোড এলাকায় রিয়াজ উদ্দিন নামের এক নিরাপত্তারক্ষী গতকাল রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় ছয় থেকে সাতজনের একটি দল তার কাছে থাকা টাকাপয়সা ছিনিয়ে নেয় তারা। একপর্যায়ে তিনি চিৎকার করেন। তখন ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। পালানোর সময় জয় নামের এক তরুণ কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মারা যান। পরে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।

কবির হোসেন জানান, নিহত জয়ের নামে থানায় আগে থেকেই মামলা ছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১