বাংলাদেশের খবর

আপডেট : ০৭ August ২০২১

হাতের কব্জি হারানো সেই ছাত্রলীগ নেতার মৃত্যু


পটুয়াখালীর কলাপাড়ায় দলীয় কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সশস্ত্র কর্মীদের হামলায় ডান হাতের কব্জি হারানো মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মারা গেছে। শনিবার সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ২৮ জুলাই রাতে কলাপাড়ার তেগাছিয়া বাজার সংলগ্ন আজিমুদ্দিন গ্রামে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও তার ভাই সাইফুল ইসলামের রায়হানের নেতৃত্বে একদল সশস্ত্র যুবক তার উপর হামলা করে কুপিয়ে জখম করে ডান হাতের কব্জি কেটে ফেলে। এ ঘটনায় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরকিুল ইসলামকে গত ২৯ জুলাই ছাত্রলীগ থেকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কিন্তু ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আসাদুর রহমান জানান,শনিবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাকিবুলের মৃত্যু হয়েছে এ বিষয়টি তারা জেনেছেন। কিন্তু এখনও তার ডেথ সার্টিফিকেট হাতে পাননি।

তিনি জানান,রাকিবুলের উপর হামলার ঘটনায় গত ২৯ জুলাই তার মা রাহিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ইতিমধ্যে রুবেল সিকদারকে গত ৩১ জুলাই গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলার এজাহারভূক্ত আসামী নয়ন বয়াতি, খলিল ও নোমানকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম ও তার ভাই সাইফুল ইসলাম রায়হানসহ অপর অসামি লাবিব, নবী হোসেন, কামাল, জুলহাস, খলিল হাওলাদার, মাসুম হাওলাদার, জাকারিয়া জমাদ্দার, জাকারিয়া ইসলাম নিলয়, শান্ত রাঢ়ী, মিঠুন মাদবর ও নজরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাকিবুলের মা মামলায় উল্লেখ করেছেন,কলাপাড়ার খানাবাদ ডিগ্রি কলেজের ছাত্র রায়হানের সাথে দীর্ঘদিন ধরে তরিকুল ইসলাম ও তার ভাই রায়হানের সাথে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে তার উপর সশস্ত্র হামলা চালানো হয়।

রাকিবুলের চাচাতো ভাই আলতাফ মাদবর জানান, গত ২৮ জুলাই হামলার পর প্রথমে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয। হামলায় তার মাথা,পিঠ কুপিয়ে জখম করে ডান হাতের কব্জি কেটে ফেলা হয়। ওই রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়। কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আজ(শনিবার) ভোরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিউতে নেয়া হলে সেখানেই সে মারা যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১