বাংলাদেশের খবর

আপডেট : ২৮ July ২০২১

মানিকগঞ্জে করোনায় নতুন শনাক্ত ১৯২ জন, মৃত্যু ২


মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪২২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯২ জনের। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪৫ দশমিক ৪৯ শতাংশ। এ সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন। বুধবার সিভিল সার্জন কার্যালয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, নতুন আক্রান্ত ১৯২ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৯০জন, সিংগাইরে ৪৭জন, শিবালয়ে ২৩জন, ঘিওরে ১১জন, হরিরামপুরে ১১জন, দৌলতপুরে ছয়জন এবং সাটুরিয়া উপজেলায় রয়েছেন চারজন।

তিনি আরো বলেন, জেলায় এ পর্যন্ত ২৯ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ৫২৬ জনের। এরমধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৯২০ জন। আক্রান্তরা হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৭৫ জন।

মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডাঃ কাজী এ কে এম রাসেল বলেন, আমাদের কোভিড ডেডিকেটেড হাসপাতালে বুধবার সকাল ১১টা পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ২১৮জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুইজন।

করোনা সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এ কারণে সকলকে সামাজিক দুরত্ব রক্ষা করে চলতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১