বাংলাদেশের খবর

আপডেট : ২১ July ২০২১

পশুর প্রতি অন্যরকম ভালোবাসার গল্প ‘কালাই’


‘কালাই’ একটি নাটকের নাম। পশুর প্রতি মালিকের অন্যরকম ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও ইভানা।

জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ সব সময় ভিন্ন ভিন্ন কাজ নিয়ে হাজির হন। রোমান্টিক কিংবা তারুণ্য নির্ভর গল্পের বাইরে এবার তিনি একটি ছাগলকে কেন্দ্র করে মর্মান্তিক কাহিনী নিয়ে নির্মাণ করছেন নাটক ‘কালাই’। লেখক ও সাংবাদিক আনিসুর বুলবুলের গল্প থেকে নাটকটির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। এর আগেও আনিসুর বুলবুলের গল্প নিয়ে গরুর প্রতি ভালোবাসার গল্প ‘লালাই’ নির্মাণ করেছিলেন তরুণ এ পরিচালক।

এ প্রসঙ্গে মুশফিক ফারহান বলেন, গল্পের গভীরতা রয়েছে। অনেক হৃদয় বিদারক একটি গল্পে কাজ করলাম। অভিনয় করতে গিয়ে খুব বাস্তব এক অনুভূতি হৃদয়ে কাজ করেছে।

নির্মাতা মাবরুর রশিদ বলেন, ঈদে ভালো কাজগুলোর একটি হতে যাচ্ছে কালাই। একটি কোরবানির ছাগলকে কেন্দ্র করে এর গল্প শুরু হয়েছে। নির্মাণ ভালো হয়েছে। বাকিটা দর্শকরা বিচার করবে।

নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন জায়ান, রাশেদ এমরান, রকি খান প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১