আপডেট : ১৯ July ২০২১
অবশেষে উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের চুরি হওয়া সেই আইফোনটি। চুরির দেড় মাসেরও বেশি সময় পর ফোনটি উদ্ধারের কথা জানানো পুলিশ।এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে সোমবার (১৯ জুলাই) দুপুরের পর বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। গত ৩০ মে রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ফোনটি ছিনতাই হয়। ১ জুন একনেক সভা শেষে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার মোবাইল ছিনতাইয়ের ঘটনা জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১