বাংলাদেশের খবর

আপডেট : ০৫ July ২০২১

৩৮ মণ ওজনের ‘বস’


ছোট একটি ঘর, এর পাশেই গোয়ালঘর। এখানেই থাকে ৩৮ মণ ওজনের গরু ‘বস’। পাঁচ বছর ধরে বসকে লালনপালন করছেন আকরাম আলী নামে এক কৃষক। আসছে কোরবানিতে এই বসকে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন তিনি। বেনাপোল শহর থেকে ৪ কিলোমিটার দূরে রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আকরাম আলী। আসছে কোরবানিতে বিক্রি করতে গরুটির দাম হাঁকিয়েছেন ৩৫ লাখ টাকা।

আকরাম আলী জানান, পাঁচ বছর ধরে দানাদার ও লিকুইড খাদ্য হিসেবে খৈল, গম, ভুট্টা, বুট ও ছোলার ভুষি, চিটাগুড়, ভিজানো চাল, খুদের ভাত, খড়, নেপিয়ার ঘাস ও কুঁড়া খাওয়ানো হয় বসকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১