আপডেট : ২৮ June ২০২১
ইরাক-সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এতথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে। নিহতরা ইরানসমর্থিত মিলিশিয়ার সদস্য। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর মিলিশিয়ার ড্রোন হামলার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের ক্ষমতা গ্রহণের পর মিলিশিয়াদের ওপর এটি দ্বিতীয় হামলার ঘটনা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১