বাংলাদেশের খবর

আপডেট : ২৩ June ২০২১

রাজধানীতে খালে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার


রাজধানীর খিলগাঁওয়ে খালে পড়ে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে মরদেহটি খালে ভেসে উঠলে ফায়ার সার্ভিস গিয়ে তা উদ্ধার করে। যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আজ বুধবার সকাল ৯টার দিকে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।  

মারা যাওয়া ওই যুবকের নাম আবুল হোসেন (৩২)। তার আর কোনো পরিচয় জানা যায়নি। 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই যুবক খিলগাঁও তিলপাপাড়া সাত নম্বর কালভার্টের ড্রেনে পড়ে নিখোঁজ হন। 

যুবকটির সন্ধানে গতকালই ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য উদ্ধারকাজ শুরু করে।  কিন্তু বেলা দেড়টা পর্যন্ত তার খোঁজ মেলেনি।

আজ সকালে ঘটনাস্থল থেকে একটু দূরে তার লাশ পাওয়া যায়। 
 
নিহত যুবক ‘ভবঘুরে’ ছিলেন। ড্রেনের আশেপাশে পরিত্যক্ত জিনিস কুড়াতে গিয়ে তিনি ড্রেনে পড়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১