আপডেট : ১৮ June ২০২১
কুমিল্লা সদর দক্ষিণে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়কানন নামকস্থানে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ময়নামতি হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরকানন ইউটার্নে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন। তিনি আরও জানান, নিহতদের মৃতদেহ ময়নামতি হাইওয়ে ক্রসিং থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় নিশ্চিত হয়ে মৃতদেহ হস্তান্তর করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১