আপডেট : ০৮ June ২০২১
নেই লাইসেন্স। এরপর আবার ভুয়া চিকিৎসক দিয়ে অপারেশন ও হাসপাতাল পরিচালনা করার অপরাধে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর বাজারস্থ ‘ছেঙ্গারচর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে নামে প্রতিষ্ঠানের মালিক সুমনা আক্তারকে এক বছরের কারাদণ্ড ও হাসপাতাল সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা বলেন, উল্লেখিত হাসপাতালটির লাইসেন্স নেই এবং ভুয়া চিকিৎসক দিয়ে হাসপাতাল পরিচালনা করার অপরাধে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী মালিক সুমনা আক্তারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেওয়া হয়েছে। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। সাধারণ মানুষের সাথে চিকিৎসা নিয়ে প্রতারণা। উপজেলায় যেকোন অনিয়ম ছাড় দেওয়া হবে না। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে উপজেলা প্রশাসন সবসময় সোচ্চার রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১