বাংলাদেশের খবর

আপডেট : ০৬ June ২০২১

কোয়ারেন্টাইনে ক্যানসার রোগীর মৃত্যু


যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ইমদাদুল হক (৫৩) নামে ভারতফেরত এক পাসপোর্ট যাত্রী মারা গেছেন। গত শুক্রবার সন্ধ্যায় যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ক্যানসার রোগে ভুগছিলেন। ইমদাদুল হক নওগাঁর রানীনগর উপজেলার ডাকাহারপাড়ার বারেক মোল্লার ছেলে।

বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক পলাশ কুমার দাশ জানান, ক্যানসারের চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ভারতে গিয়েছিলেন। লাস্ট স্টেজে থাকায় চিকিৎসকরা তাকে ফেরত পাঠান। গত ২৪ মে তিনি বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। এরপর রোগী হওয়ায় প্রশাসনের কর্মকর্তারা তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য বক্ষব্যাধি হাসপাতালে পাঠান। এখানে তিনি চিকিৎসাধীন অবস্থাতেই সন্ধ্যায় মারা যান। তিনি ও তার স্ত্রী করোনা নেগেটিভ ছিলেন। মৃত্যুর পর তার নিয়মানুযায়ী তার করোনা পরীক্ষার জন্য ফের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি আরো বলেন, সরকারি বিধি মোতাবেক তার লাশ নওগাঁয় পাঠানো হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১