আপডেট : ৩০ May ২০২১
পাঁচবিবিতে অপরিকল্পিতভাবে নদী খনন করায় শিমুলতলী সেতু হুমকির মুখে পড়েছে। যে-কোনো সময় সেতুটির পশ্চিম অংশে নদীতে ধসে পড়ার আশঙ্কা রয়েছে। জানা গেছে, কয়েকদিনের প্রবল বর্ষণে গত শুক্রবার রাতে পাঁচবিবির ছোট যমুনা নদীতে পানির ঢল নামায় খননকৃত নদীর শিমুলতলী সেতুর পশ্চিম পাড়ে ভাঙন শুরু হয়েছে। ভাঙনের ফলে সেতুসহ সংযোগ সড়ক হুমকির মুখে পড়েছে। নদী-তীরবর্তী বিদ্যুতের পোল নদীতে বিলীন হলে পশ্চিমপাড়ের গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে এলাকার লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিলে রাতেই ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, নির্বাহী কর্মকর্তা রবমান হোসেন, এলজিইডির প্রকৌশলী কাইয়ুম হোসেন, থানার ওসি পলাশ কুমার দেব যান। এদিকে গতকাল শনিবার সকালে এলাকার লোকজন সেতু রক্ষার দাবিতে সেতু অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে খবর পেয়ে জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক লোকজনকে শান্ত থাকতে বলেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে জানান। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, সেতু রক্ষার্থে দু-একদিনের মধ্যেই বালির বস্তা ও সিসি ব্লক ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এলাকার মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন, চিনিকলের সাবেক শ্রমিক নেতা বাবুল করিমসহ আরো অনেকে জানান, অপরিকল্পিতভাবে নদী খনন ও সেতু সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলন করায় বর্তমানে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বালু উত্তোলন বন্ধে ইতঃপূর্বে কয়েক বার প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে গত ১৬ ফেব্রুয়ারি উপজেলার চেঁচড়া সীমান্ত থেকে জয়পুরহাট সদর উপজেলার দাদরা পর্যন্ত ২৩ কিলোমিটার দৈর্ঘ্য ৩০ মিটার প্রস্থ ও দুই মিটার গভীরতায় নদীর খনন শুরু হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১