বাংলাদেশের খবর

আপডেট : ২৬ May ২০২১

কলাপাড়ায় বাড়ছে পানি, প্লাবিত সহস্রাধিক বসত ঘর


ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ার সহস্রাধিক বসত ঘর বুধবার সকালের জোয়ারে তৃতীয় দফা প্লাবিত হয়েছে। প্রায় দুই ফুট পানিতে তলিয়ে গেছে লালুয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, পোস্ট অফিসসহ লালুয়া ইউনিয়ন পরিষদ ও আশ্রয় কেন্দ্র। এ কারণে এ আশ্রয় কেন্দ্রের নিচে গবাদিপশু আনতে পারেনি দূর্গতরা।

এদিকে কলাপাড়ার বালিয়াতলী- কুয়াকাটা বিবল্প সড়কের খেয়া ঘাট আন্ধারমানিক নদীর জোয়ারের পানিতে প্রায় পাঁচ ফুট তলিয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানু্ষ।

এদিকে লালুয়া ইউনিয়নের আটটি গ্রাম বুধবার সকালের জোয়ারে তৃতীয় দফা প্লাবিত হওয়ায় এক গ্রামের সাথে অন্য গ্রামের সব ধরনের সড়ক যোগাোযাগ বন্ধ রয়েছে।  দেখা দিয়েছে, তীব্র বিশুদ্ধ পানির সংকট। এছাড়া প্রায় দেড় সজস্রাধিক টয়লেট পানিতে তলিয়ে যাওয়ায় অস্বাস্থ্যকর অবস্থায় প্লাবিত হচ্ছে বন্যারর পানি।

এদিকে দুপুরে লালুয়া ইউনিয়ন পরিষদে দূর্গতদের মুড়ি ও বিস্কুট বিতরণ করেন সংসদ সদস্য মহিব্বুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১