আপডেট : ২৬ May ২০২১
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালীসহ বিভিন্ন নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। পানির চাপে জেলার কাঁঠালিয়া উপজেলা পরিষদ সংলগ্ন ভেরিবাঁধ ভেঙ্গে গেছে। এতে প্লাবিত হয়েছে অন্তত ১৫টি গ্রাম। পানি বৃদ্ধির কারণে অনেকের ঘর বাড়ি তলিয়ে যাওয়ায় তারা রান্না করতে পারছেন না। জেলা জুড়ে এখনো থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। জেলা প্রশাসক মো. জোহর আলী ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ঘুর্ণিঝড় মোকাবেলায় ঝালকাঠিতে ৪৯৯টি আশ্রয়কেন্দ্র ও ৩৬টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১