আপডেট : ১৮ May ২০২১
বগুড়ার ধরমপুরে দুবছর ধরে পথচারী ও যান চলাচলের অনুপযোগী সুবিল খাল সেতু এখন মারণফাঁদে পরিণত হয়ে। সেতু ভেঙে যাওয়ায় পথচারী ও যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে সেতুর পাশে একটি কাঠের সংযোগ সেতু তৈরি করা হলেও ঝুঁকি নিয়ে চলাচল করছে লোকজন। বগুড়ার এরুলিয়া, নিশিন্দারা, ছোট কুমিড়া, বড় কুমিড়া, বানদীঘি, ধরমপুর, ল্যাংড়াবাজার, শাওল, আড়োলা, মাটিডালী, জয়পুরপাড়া, ফুলবাড়ী, মগলিশপুর ও বিসিকের হাজারো লোক যান চলাচল হতে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে এলাকার লোকজন মারা গেলে পারাপারে অসুবিধা হওয়ায় কবরস্থানে নিতে হিমশিম খেতে হয়। ট্রাকে নিয়ে বিকল্প রাস্তায় কবরস্থানে পৌঁছাতে বেশ টাকা গুনতে হয়ে এলাকাবাসীর। এমন কথা বললেন ধরমপুর এলাকার আব্দুল মজিদ। একই এলাকার আলতাফ হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান, বিসিক শিল্প নগরীতে বিভিন্ন গ্রাম থেকে শ্রমিকরা খুব সহজে এ রাস্তা দিয়ে যাতায়াত করতে পারতো। সেতুর সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে তাদের যাতায়াতের দুর্ভোগ চরমে পৌঁছেছে। একই এলাকার আলাউদ্দীন জানান, এমন গুরুত্বপূর্ণ সড়কে দুই বছর আগে সেতু ভেঙে গেলেও অদ্যাবধি সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই এলাকার দুলাল বলেন, ধরমপুর এলাকা বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডে হওয়ায় মেয়র রেজাউল করিম বাদশা বেশ কয়েকদিন আগে সরেজমিনে পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহলে কথা বলবেন বলে জানান। বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা দেশজুড়ে সুষমভাবে বাস্তবায়ন করছে। এদিক থেকে সেতুটি অনেক আগেই হওয়ার কথা, কেন যে হচ্ছে না এটি বোধগম্য নয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বগুড়া নির্বাহী প্রকৌশলী গোলাম মোরশেদ জানান, ইতোমধ্যে সেতু নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শিগগির টেন্ডারের মাধ্যমে এটি নির্মাণ করার জন্য ব্যবস্থা করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১