আপডেট : ১৭ May ২০২১
গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ প্রাণঘাতী বিমান, ক্ষেপণাস্ত্র আর ট্যাংক হামলা বন্ধের দাবি জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। চলছে ইসরাইলের বিরুদ্ধে নিন্দার ঝড়। এছাড়াও বিভিন্ন দেশে বেশ বড় বড় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে দ্রুত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করেছে চীন। এছাড়া দেশ দুটির মধ্যে চলমান বিরোধ নিরসনে নিরাপত্তা পরিষদের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই। ইসরাইলের হাতে নিপীড়িত ফিলিস্তিনের পাশে থাকবে বলে সরাসরি ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বৈরী আচরণ থেকে রক্ষার জন্য কঠোর অবস্থান গ্রহণেরও আহ্বান জানিয়েছে দেশটি। গত শনিবার এক বিশেষ বার্তায় দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এ কথা জানিয়েছেন। গাজায় চলমান ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সায়মন কভেনি বলেছেন, ‘এটা মেনে নেয়া যায় না। আয়ারল্যান্ড আবারো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ নিয়ে জোর দিয়ে কথা বলবে।’ ইসরাইলের নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। অবিলম্বে ইসরাইলি সামরিক অভিযানের অবসানে কাজ করতে আন্তর্জাতিক সমপ্রদায়কে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন সৌদি আরবের মন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। এদিকে বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে পুলিশ। কাতারের দোহায় অবস্থিত ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহাব মসজিদে হাজার হাজার মানুষ পতাকা তুলে ফিলিস্তিনের জনগণের সাথে সংহতি প্রকাশের জন্য জড়ো হয়েছিল। জার্মানির শহর স্টুটগার্টে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ মিছিল করে। বাগদাদে ইরাকি বিক্ষোভকারীরা ভয়াবহ হামলার শিকার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য বিক্ষোভ করেছে। এ সময় তাদের হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা। ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মুসলমান। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের পক্ষে অবস্থান নেওয়ায় হোয়াইট হাউসে তার আয়োজনে ঈদ নৈশভোজ বর্জনের ডাক দিয়েছে আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন নামের একটি সংগঠন। স্থানীয় সময় গতকাল রোববার তারা ‘ফিলিস্তিনের সঙ্গে ঈদ’ নামের পাল্টা একটি কর্মসূচির ঘোষণা দেয়। দক্ষিণ আফ্রিকানরা রাজধানী কেপটাউনে অবস্থিত পার্লামেন্টের বাইরে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। তুরস্কের রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি ও ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে নারীরা স্লোগানে মুখরিত করে তোলে। লেবানন-ইসরাইল সীমান্তের নিকটবর্তী গ্রামে ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ করে লেবাননের মানুষের বিক্ষোভ মিছিল। ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ সমাবেশ হয়। যুক্তরাজ্যের লন্ডনে গত শনিবার হাজার হাজার মানুষ ইসরাইলি দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১