বাংলাদেশের খবর

আপডেট : ০৯ May ২০২১

‘পিএসজিতেই নেইমার’


থামছে না নেইমারের দলবদলের গুঞ্জন। প্রতিনিয়ত নতুন কোনো রসদ যোগ হয় তার ঠিকানা বদলের গুজবে। বিশ্ব মিডিয়া যেমন রসালো খবর ছাপে, তেমনি ফুটবলপ্রেমীদের আগ্রহের চূড়ায় থাকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দলবদলের নাটক। তবে ‘লেকিপ’ সব নাটকের ইতি টেনে দিচ্ছে। ফ্রান্সের বিখ্যাত এই ক্রীড়া দৈনিকের খবর, প্যারিস সেন্ট জার্মেইয়ে চুক্তি নবায়ন করেছেন নেইমার। নতুন চুক্তিতে ২০২৬ সাল পর্যন্ত পিএসজিতে থাকবেন তিনি।

আগামী মৌসুম শেষে পিএসজির সঙ্গে চলমান চুক্তি শেষ হবে নেইমারের। তার আগে থেকেই তার ভবিষ্যৎ নিয়ে কত না আলোচনা। বার্সেলোনায় ফেরার গুঞ্জনের সঙ্গে ফরাসি ক্লাবটিতে তার চুক্তি নবায়ন করার আলোচনাও ছিল ইউরোপিয়ান মিডিয়ায়। তবে পিএসজি নাকি সমঝোতায় পৌঁছতে পেরেছে নেইমারের সঙ্গে। গতকাল শনিবার নাকি ফরাসি চ্যাম্পিয়নরা চুক্তি নবায়নের ঘোষণা দিতে যাচ্ছে। লেকিপের খবর, ২০২৬ পর্যন্ত প্যারিসে থাকার চুক্তিপত্রে স্বাক্ষর করছেন নেইমার।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বার্সেলোনায় ফেরার গুঞ্জন আজকের নয়। সেই ২০১৭ সালে ন্যু ক্যাম্প ছাড়ার পর থেকে তার ফেরার আলোচনা। গত মৌসুমে তো মনে হয়েছিল কাতালুনিয়ার রাজধানীতে এবার ঠিকই ফিরবেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১