আপডেট : ০৬ May ২০২১
ভোলায় মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে মোঃ রিপন (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মুন্সি বাড়ি সামনে এ ঘটনা ঘটে। নিহত রিপন একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ দুলাল মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে কৃষক রিপন মাঠ থেকে তার গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় নিহত কৃষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হবে বলে জানান ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১