বাংলাদেশের খবর

আপডেট : ২৭ April ২০২১

বিষাক্ত এসিডে ঝলসে গেছে ভুট্টা ক্ষেত


জেলার সৈয়দপুরে কৃষিজমিতে গড়ে ওঠা জিআই তার ও তাঁরকাটা তৈরির কারখানা (ফ্যাক্টরি) থেকে নির্গত বিষাক্ত এসিডে ঝলসে গেছে ৩০ শতাংশ জমির ফলন্ত ভুট্টা। এর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েও কোনো সুরাহা না পেয়ে হতাশ হয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার কামারপুকুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সরকারপাড়ার গ্রামের মৃত মনসুর আলী সরকারের ছেলে নাজমুল হুদা সরকার। তিনি জানান, কামারপুকুর ডিগ্রি কলেজের দক্ষিণে কামারপুকুর বাজার থেকে বয়ে যাওয়া খাল ও সড়ক সংলগ্ন আমার ১২০ শতক কৃষি জমি আছে। এই জমির পাশেই গত ৫ বছর আগে আবাদি কৃষিজমিতে অপরিকল্পিতভাবে ‘এলাহী কুটিরশিল্প’ নামে একটি জিআই তার ও তারকাঁটা তৈরির ফ্যাক্টরি গড়ে ওঠে। এই কারখানার বর্জ্য হিসেবে বিষাক্ত গরম (উত্তপ্ত) পানি ও সালফার এসিড নির্গত হয়। গত তিন বছর ধরে এই বর্জ্যের প্রভাবে আমার উর্বর তেফসলি জমিতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, চলতি মৌসুমে এবার আমি ওই জমিতে ভুট্টা চাষ করেছি। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ জমির ফলন্ত ভুট্টা গাছ ফ্যাক্টরির বিষাক্ত এসিডে ঝলসে গেছে। এতে বাধ্য হয়ে প্রতিকার চেয়ে গত ১১ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা এবং জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও কেউ কোনো পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে কারখানার ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, কয়েক দিন হলো আমি এখানে যোগদান করেছি। তাই এ ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না। তবে নাজমুল হুদার জমিই ভালো না। তাই ফসল হয় না।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম মুঠোফোনে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ পেয়েছি। তবে সেটি একটি অনুলিপির কপি মাত্র। কর্তৃপক্ষের নির্দেশনা না পেলে আমি পদক্ষেপ নিতে পারি না। কারণ তিনি জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১