বাংলাদেশের খবর

আপডেট : ২৬ April ২০২১

তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ, এএসআই গ্রেপ্তার


যশোরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে রুজু করা মামলায় আজিজুল হক সবুজ (৫০) নামে এক এসআইকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। গতকাল রোববার ভোরে শহরের বারান্দীপাড়ার হাফিজিয়া মাদরাসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বারান্দীপাড়া এলাকার বাসিন্দা আসামির সাবেক স্ত্রী বাদী হয়ে ধর্ষণ মামলাটি করেন। আসামি আজিজুল হক সবুজ পুলিশের এসআই পদে কর্মরত। তিনি ঢাকা এপিবিএন থেকে পুলিশের খুলনা রেঞ্জে বদলি হয়েছেন। আজিজুল হক সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার সুরুরিয়া গ্রামের আনোয়ারুল হকের ছেলে। তিনি বর্তমানে যশোর সদরের রঘুরামপুরে বসবাস করেন।

কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে পুলিশের এসআই আজিজুল হক সবুজ শারীরিক সম্পর্ক করেছে বলে অভিযোগ করা হয়েছে। কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সাথে দৈহিক সম্পর্ক হলে সেটা আইনানুযায়ী ধর্ষণ বলে গণ্য হয়। আসামি আজিজকে গতকাল রোববার সকালে আদালতে হাজির করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১